Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Citizen Charter

 

     কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট-এর

সিটিজেন চার্টার

 

শিরোনাম সমূহ

 

দপ্তরের নাম

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট।

দপ্তরের পরিচিতি

জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট বিগত ২০০০খৃঃ সনের নভেম্বর মাস হতে তৎকালীন চট্টগ্রাম কালেক্টরেট হতে পৃথক হয়ে কার্যক্রম শুরু করে। সিলেট প্রশাসনিক বিভাগের সমগ্র ভৌগলিক এলাকা নিয়ে এই কমিশনারেট এর অধিক্ষেত্র। এ কমিশনারেটের অধীন আমদানী পর্যায়ে শুল্ক করাদি ও স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর আদায়ের জন্য ছয়টি বিভাগ রয়েছে, যথাঃ (১) কাস্টমস বিভাগ, (২) বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ, (৩) শুল্ক, আবগারী ও ভ্যাট বিভাগ, সিলেট (৪) শুল্ক,  আবগারী ও ভ্যাট বিভাগ, মৌলভীবাজার (৫) শুল্ক,  আবগারী ও ভ্যাট বিভাগ, সুনামগঞ্জ। (৬)  শুল্ক, আবগারী ও ভ্যাট বিভাগ, হবিগঞ্জ।

অধিক্ষেত্র

সিলেট বিভাগের সমগ্র প্রশাসনিক এলাকা; এবং এর অধিক্ষেত্রাধীন এলসি স্টেশন সমূহ, বিমানবন্দর, এয়ারফ্রেইট এবং শুল্ক করিডোর সমূহ।

 

দায়িত্ব

১। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান মূসক নিবন্ধন/তালিকাভুক্তির জন্য প্রথম মূসক সার্কেলে আবেদন দাখিল করবেন। তার প্রেক্ষিতে মূসক বিভাগ নিবন্ধন/তালিকাভুক্তি পত্র প্রদান করবেন।

২। নিবন্ধিত ব্যক্তি/প্রতিষ্ঠান তার করাদি ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দিয়ে একটি কপি স্থানীয় সার্কেল অফিসে জমা প্রদান করবেন।

৩। সার্কেল অফিস প্রতি মাসের মাসিক দাখিল পত্র সদর দপ্তরে প্রেরণ করবেন।

৪। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রতি অর্থ বছরে মূসক ও শুল্ক খাতে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ;

৫। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারী দপ্তর কর্তৃক প্রণীত মূসক ও শুল্ক আইন, বিধি-বিধান ইত্যাদির সুষ্ঠু প্রয়োগ ও বাস্তবায়ন;

৬। মূল্য সংযোজন কর আইন,১৯৯১ এবং তদাধীন প্রণীত বিধানের আলোকে দেশজ/অভ্যন্তরীণ পণ্য/সেবা সরবরাহের উপর প্রযোজ্য মূসক আদায় ও পরিবীক্ষণ;

৭। স্থল শুল্ক স্টেশন, শুল্ক করিডোর, বিমান বন্দর, এয়ারফ্রেইট ইউনিটের শুল্ক আনুষ্ঠানিকতা Customs Act, 1969 অনুযায়ী পরিচালন নিশ্চিত;

৮। বাণিজ্য উদারীকরণ ও সহজীকরণের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ;

৯। মূসক খাতে দেশীয় উৎস হতে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ এবং দেশীয় শিল্প বিকাশ, সংরক্ষণ ও সম্প্রাসারণের লক্ষ্যে কার্যকর ভূমিকা গ্রহণ,

১০। অধীনস্থ দপ্তরসমূহের কার্যক্রম নিয়মিত মনিটরিংসহ যথাযথ রাজস্ব আহরণের দিক-নির্দেশনা প্রদান এবং

১১। করবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে করদাতাদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

 

সাংগঠনিক কাঠামো

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট।

এর অধিনে ০৬ টি বিভাগ

 

১। কাস্টমস বিভাগ,  ২।বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ,  ৩।  শুল্কআবগারী ও মূসক বিভাগ, সিলেট,   ৪। শুল্ক আবগারী ও মূসক বিভাগ, হবিগঞ্জ,  ৫।শুল্ক আবগারী ও মূসক বিভাগ, মৌলভীবাজার, ৬। শুল্ক আবগারী ও মূসক বিভাগ, সুনামগঞ্জ।,

 

১। কাস্টমস বিভাগ এর অধিন দপ্তর সমূহ:

   বরছড়া,জকিগঞ্জ,তামাবিল,শেওলা,ছাতক,ভোলাগঞ্জ,চারাগঁও, বাগলী,  বাল্লা,  চাতলাপুর,ইছামতি,জুরি,  শাহবাজপুর,  শায়েস্তাগঞ্জ   এলসি স্টেশন  এবং বিভাগীয় শুল্ক গুদাম ও শরিফপুর শুল্ক করিডোর।

 

২।বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ এর অধিন দপ্তর সমূহ:  বিমানবন্দর  এবং  এয়ারফ্রেইট

৩।  শুল্ক আবগারী ও মূসক বিভাগ, সিলেট এর অধিন সার্কেল সমূহ :  আবগারী ও মূসক, সিলেট-১,    আবগারী ও মূসক সার্কেল, সিলেট-২,    আবগারী ও মূসক সার্কেল, সিলেট-৩,  আবগারী ও মূসক সার্কের, সিলেট-৪।

৪। শুল্ক আবগারী ও মূসক বিভাগ, হবিগঞ্জ এর অধিন সার্কেল সমূহ : আবগারী ও মূসক  সার্কেল, হবিগঞ্জ-১,আবগারী ও মূসক সার্কেল, হবিগঞ্জ-২

৫।শুল্ক আবগারী ও মূসক বিভাগ, মৌলভীবাজার এর অধিন সার্কেল সমূহ: আবগারী ও মূসক সার্কেল, মৌলভীবাজার,   আবগারী ও মূসক সার্কেল, শ্রীমঙ্গল ,  আবগারী ও মূসক  সার্কেল, কুলাউড়া।

৬। শুল্ক আবগারী ও মূসক বিভাগ, সুনামগঞ্জ এর অধিন সার্কেল সমূহ: আবগারী ও মূসক সার্কেল,  ছাতক,   আবগারী ও মূসক সার্কেল, উত্তর সুনামগঞ্জ,    আবগারী ও মূসক সার্কেল,দক্ষিণ সুনামগঞ্জ।

 

 

 

   

 ঠিকানা

(ইমেইল, ফ্যাক্স, ফোন, অবস্থানসহ)

 

 

     

    

 

 

 

       

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সদর দপ্তর (প্রধান অফিস)

 

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট।

বাড়ী - ১৯, রোড - ১৪/২৪, ব্লক- ডি

ইমেইলঃ sylhetcustoms@yahoo.com

শাহজালাল উপশহর, সিলেট।

ফোনঃ (০৮২১) ২৮৩১৭৬১

ফ্যাক্সঃ (০৮২১) ৭২৭৩৯৭

 

বিভাগীয় অফিস সমূহ

 

১। কাস্টমস বিভাগ

৪৫ ভাদেশ্বর হাউস, মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট

ইমেইলঃ sylhet.customsdivision@yahoo.com

ফোনঃ (০৮২১) ৭৬০৬২৪

 

২। বিমানবন্দর ও এয়ার ফ্রেইট বিভাগ

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট।

ফোনঃ (০৮২১) ৭১৭৩৫৬

 

৩। শুল্ক, আবগারী ও ভ্যাট বিভাগ, সিলেট।

৪৫ ভাদেশ্বর হাউস, মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট

ফোনঃ (০৮২১) ৭৬০৪২৩

 

৪। শুল্ক, আবগারী ও ভ্যাট বিভাগ, মৌলভীবাজার

৯৬৮, শমশেরনগর রোড, মৌলভীবাজার

ফোনঃ (০৮৬১) ৬৩৯৮০

 

৫। শুল্ক, আবগারী ও ভ্যাট বিভাগ

কাস্টমস রোড, ছাতক, সুনামগঞ্জ

ফোনঃ (০৮৭২৩) ৫৬২১২

 

৬। শুল্ক, আবগারী ও ভ্যাট বিভাগ

জেলা পরিষদ ভবন, হবিগঞ্জ।

ফোনঃ (০৮৩১) ৬৩৪৩৪

 

সার্কেল অফিসসমূহ

 

১। আবগারী ও মূসক  সার্কেল, সিলেট-১,২,৩,৪

জিন্দাবাজার, সিলেট।

ফোনঃ (০৮২১) ৭৬০১৯১

 

২। আবগারী ও ভ্যাট সার্কেল, মৌলভীবাজার

শমশেরনগর রোড, মৌলভীবাজার

ফোনঃ (০৮৬১) ৫২৮১৪

 

৩। আবগারী ও ভ্যাট সার্কেল, শ্রীমঙ্গল

শমশেরনগর রোড, মৌলভীবাজার

ফোনঃ (০৮৬১) ৫২৮১৪

 

৪। আবগারী ও ভ্যাট সার্কেল, কুলাউড়া

শমশেরনগর রোড, মৌলভীবাজার

ফোনঃ (০৮৬১) ৫২৮১৪

 

৫। আবগারী ও ভ্যাট সার্কেল, হবিগঞ্জ-১,২

জেলা পরিষদ ভবন, হবিগঞ্জ।

ফোনঃ (০৮৩১) ৫২৩৬৯

৬। আবগারী ও ভ্যাট সার্কেল, ছাতক

কাস্টমস রোড, ছাতক, সুনামগঞ্জ

নঃ (০৮৭২৩) ৫৬২১২

৭। আবগারী ও ভ্যাট সার্কেল, উত্তর সুনামগঞ্জ

কাস্টমস রোড, ছাতক, সুনামগঞ্জ

ফোনঃ (০৮৭২৩) ৫৬২১২

৮।  আবগারী ও ভ্যাট সার্কেল, দক্ষিণ সুনামগঞ্জ

কাস্টমস রোড, ছাতক, সুনামগঞ্জ

ফোনঃ (০৮৭২৩) ৫৬২১২

 

এ দপ্তরের গুরুত্বপূর্ণ আদেশ

১। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর প্রজ্ঞাপন নথি নং-২য়/ইটি-২/রি-অর্গানাইজেশন/সি:কমি:/২০১১/১৮০২(৯)  

তারিখ: ২০/১২/২০১১খ: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইটে ধারনকৃত।

২। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর স্থায়ী আদেশ নং-০১/২০০৪   তারিখ: ২৬/০৭/২০০৪খৃঃ